আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানের উচ্চ ফলনশীল আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি প্রণোদনা বিতরণে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার(ভূমি) শাহীনা নাছরিন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহি উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্ট কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রমূখ।
এ সময় উপজেলার ৫০০ প্রান্তিক কৃষকের হাতে ৫কেজি বোরো ধানের উচ্চ ফলনশীল বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার হস্তান্তর করা হয়।