মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির গুইমারায় ১৫ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ঔষুধ ও একটি গাড়ি সহ ২ ব্যক্তিকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। আটককৃতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙামাটিয়ার মো. সেলিমের ছেলে মো. জাবেদ(২৪) ও একই এলাকার মৃত কাজী মো. জাহাঙ্গীর আলমের ছেলে কাজী মো. ইব্রাহিম রিদওয়ান (২২)।
১ ডিসেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার এর সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র করের সার্বিক তত্ত্বাবধানে এসআই জহিরুল ইসলাম, এএসআই মেঃ শাহনেওয়াজ পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় খাগড়াছড়ি চট্টগ্রাম রোডে হাতিমুড়া শিকদার মোড় যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপরে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে টয়োটা প্রোভক্স (চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮) গাড়ীতে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন কোম্পানির ২০ প্রকার ঔষধ যাহার আনুমানিক মৃল্য ১৫ লক্ষ টাকা এবং একটি টয়োটা প্রোভক্স গাড়ী(চট্টমেট্রো-গ ১১-৮৪৩৮) যাহার আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা, সর্ব মোট ৩৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক করেন গুইমারা থানা পুলিশ।
এবিষয়ে জানতে চাইলে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর বলেন, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, জব্দকৃত ঔষুধগুলো তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
তাদের কাছে জব্দকৃত ঔষুধগুলোর কোন বৈধ কাগজপত্র ছিলনা, একটি সংঘবদ্ধ চোরাচালানী চক্র শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় ঔষুধ সামগ্রীসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে পাচার করে এনে দেশের বিভিন্ন এলাকায় চড়া মূল্যে বিক্রি করে থাকে। আটককৃত আসামিদের বিরুদ্ধে বিধি মোতাবেক থানায় মামলা রুজু করা হয়েছে।
দেশে চলমান হরতাল-অবরোধে গাড়িতে অগ্নি সংযোগ, রাস্তায় টায়ারে আগুন, রাস্তার পাশে থাকা গাছ কেটে পথ অবরোধ,গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ, বোমা বিস্ফোরণের বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিশ্চিত করনের পাশাপাশি সামাজিক নিরাপত্তার স্বার্থে মাদক দ্রব্য সহ সকল প্রকার অবৈধ চোরাচালানের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।