বিএনপি-জামায়াতসহ সমমনা রাজৈনিক দলের ৮ম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধকে সামনে রেখে নাশকতা ও সহিংসতা প্রতিরোধসহ যানবাহন চলাচল, সাধারন জনগনের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে মাটিরাঙ্গায় মাঠে নেমেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে মাটিরাঙ্গার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে টহল দেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফসহ পুলিশ ও বিজিবির সদস্যরা।
এসময় মাটিরাঙ্গার বাইল্যাছড়ি, মুসলিমপাড়া, আদর্শগ্রাম, নতুনপাড়া, চেয়ারম্যানপাড়া, হাসপাতাল মোড়, পুরাতন হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে টহল দেয়া হয়।
মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন বলেন, অবরোধে নাশকতা ও সহিংসতা প্রতিরোধসহ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও আনসার-ভিডিপি মাঠে রয়েছে। অবরোধের নামে যেকোন ধরনের নাশকতা রোধ করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে সড়কে টহল দেওয়া হচ্ছে। যেকোন ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিহত করার জন্য প্রশাসন-পুলিশ সম্মিলিতভাবে যথেষ্ট তৎপর আছে। যারা নাশকতার অপতৎপরতা চালাবে, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।