• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
কাটিং টিলায় সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভায় দলমত নির্বিশেষে গ্রামবাসীর অংশগ্রহণ খাগড়াছড়ি রাস মহোৎসব পরিদর্শন করলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার শরীফ মোহাম্মদ আমান হাসান স্বপে পাওয়া ঔষধ নিতে হাজার হাজার মানুষের ভিড় ! লংগদুতে উপজেলা বিএনপি,র, বর্ধিত সভা অনুষ্ঠিত মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে

মাটিরাঙ্গায় জিপিএ-৫ পেয়ে কৃষকপুত্র কামরুলের বাজিমাত

স্টাফ রিপোর্টার / ২০২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যখন জিপিএ-৫ এর খরা তখন একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছে মো. কামরুল হাসান নামে এক শিক্ষার্থী।

রোববার (২৬ নভেম্বর) উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর এ তথ্য জানা যায়।

সৌভাগ্যবান শিক্ষার্থী মো. কামরুল হাসান মাটিরাঙ্গার সীমান্তবর্তী তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার দরিদ্র কৃষক হাবিল মিয়া’র ছেলে। সে তবলছড়ি গ্রীনহিল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করে।

পাঁচ বোনের একমাত্র ভাই মো. কামরুল হাসান দারিদ্রতাকে জয় করে পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছে।

মো. কামরুল হাসান ২০১৪ সালে ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুলে এবং ২০১৫ সালে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছে। একই সাথে ২০২১ সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ উত্তীর্ণ হয় মো. কামরুল হাসান।

ইংরেজী সাহিত্যে উচ্চ শিক্ষা লাভের ইচ্ছার কথা জানিয়ে অধম্য মেধাবী মো. কামরুল হাসান বলেন, পরিবার ও শিক্ষকদের অনুপ্রেরণায় আমি ভাল ফল করতে সক্ষম হয়েছি। মো. কামরুল হাসান বড় হয়ে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করার স্বপ্ন দেখে।

অধম্য মেধাবী মো. কামরুল হাসান দারিদ্রতাকে জয় করে যে সাফল্য পেয়েছে তা অন্যদের অনুপ্রানিত করবে জানিয়ে তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পেয়ার আহমেদ মজুমদার তার উচ্চ শিক্ষা লাভে পাশে থাকার কথা জানান।

মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, এইচএসসি পরীক্ষায় উপজেলার একমাত্র শিক্ষার্থী হিসেবে মো. কামরুল হাসান জিপিএ-৫ পেয়েছে। এ অর্জনের জন্য ওই শিক্ষার্থীকে অভিনন্দন জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ