মোঃ সালাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্য্যালয় থেকে এক আনন্দ মিছিল বের হয়।মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্য্যালয়ে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ঝর্ণা ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল,উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম শুভ, সাধারণ সম্পাদক সাচিং মারমা, সাবেক সভাপতি আনন্দ সোম সহ উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মী বৃন্দ।
খাগড়াছড়ি সংসদীয় আসনে ১১জন মনোনয়ন প্রত্যাশীকে ডিঙ্গিয়ে নৌকার মাঝি হলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরা(এমপি)। এ নিয়ে টানা তিনবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে হ্যাটট্রিক করলেন তিনি। এর আগে ২০১৪ ও ২০১৮ সালে তিনি খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি (২৯৮) একটি সংসদীয় আসনে নৌকা প্রতীক চেয়ে ১১জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দলীয় মনোনয়ন পেলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।