আল আমিন রনি:
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে করাতকল পরিচালনার অভিযোগে তিনটি করাতকলের তিনজন মালিককে বৈধ লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার (২৫ নভেম্বর) বিকেলে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয় এবং একইসঙ্গে অনুমোদন ছাড়া এসব করাতকল পরিচালনা না করতে বলা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, বন বিভাগের কর্মকর্তা মো. মহসিন তালুকদার ও গুইমারা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, অবৈধ করাতকল পরিচালনাকারীদের বিষয়ে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।