খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুমোদনহীন অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ইটভাটায় মজুদ করা প্রায় ৫,৩৪০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
বুধবার (২২ নভেম্বর) মাটিরাঙ্গার সীমান্তঘেঁষা তাইন্দংয়ে এক ইটভাটায় অভিযান পরিচালনা করেন মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দীন।
অভিযানকালে মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, তবলছড়ি ও তাইন্দং ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, লাইসেন্স ব্যতীত ইট তৈরি, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে তাইন্দংয়ের ওই ইটভাটায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দীন বলেন, হাইকোর্টের নিদের্শনা অনুযায়ী ইটভাটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৬ ধারা ভঙ্গের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত কাঠ স্থানীয় ইউপি চেয়ারম্যান পেয়ার আহম্মেদ মজুমদার এর জিম্মায় দেয়া হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জব্দকৃত কাঠ বিধি মোতাবেক নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়।