দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮নং পার্বত্য খাগড়াছড়ি আসনে মনোনয়ন ফরম নিয়েছেন কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি। এবং ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সোমবার (২০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম দিদার, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, হিরন জয় ত্রিপুরা, খোকনেশ্বর ত্রিপুরা, মাইনউদ্দিন, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে ও উপ দপ্তর সম্পাদক নুরুল আযমসহ জেলা আওয়ামীলীগের শতাধিক নেতৃবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, আমাদের বিশ্বাস বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাগড়াছড়ির তৃণমূলের নেতাকর্মীদের আস্থার ঠিকানা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে টানা তৃতীয় মেয়াদে নৌকা প্রতীক দিবেন। কুজেন্দ্র লাল ত্রিপুরাকে মনোনয়ন দিলে তাকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আসনটি উপহার দেবেন বলেও জানান।