স্টাফ রিপোর্টার:
“নারীর গৃহস্থলি কাজের স্বীকৃতি ও গৃহকাজে সহযোগিতা শীর্ষক সেমিনার, খাগড়াছড়ি জেলার গুইমারাতে অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার গুইমারা উপজেলা প্রশাসন ও গুইমারা উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার রাজীব সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা।
বিশেষ অতিথি ছিলেন, মো: জসিম উদ্দিন উপ-পরিচালক সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা, রোকেয়া বেগম ছিলেন।
অতিরিক্ত পরিচালক সমাজসেবা কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা।
অন্যদের মধ্যে, গুইমারা থানার অফিসার্স ইনচার্জ রাজীব চন্দ্র কর, গুইমারা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস, উপজেলা মহিলা কর্মকর্তা মোছা: হাসিনা চৌধুরীর আক্তার, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা প্রেসক্লাব সহ-সভাপতি মুহাম্মদ আবদুল আলী, সাধারণ সম্পাদ এম দুলাল আহাম্মদসহ বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত
সেমিনার পরিচালনা করেন গুইমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু। বিশাল কর্মক্ষম বক্তারা বলেন, নারীসমাজের অধিকাংশই গৃহস্থালি ও সেবামূলক কাজে সময় ব্যয় করছেন। নারীদের নিজ ঘরের সেবামূলক কাজের বিষয় খুব একটা আলোচনায় আসে না। সামাজিক দৃষ্টিভঙ্গি বদলানোও জরুরি। ঘরের কাজে পুরুষের সামান্য সহযোগিতা নারীদের এনে দিতে পারে অনেকটা স্বস্তি ও , প্রশান্তি। একে অপরের কাজ ভাগাভাগি করে
নেওয়াটাই সমীচিন। উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে নারী সমাজের ভূমিকা অপরিসীম। তাঁদের অবহেলিত রেখে একটি দেশ সমৃদ্ধি লাভ করতে পারে না। আমরা সকলে আন্তরিক হলে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হবে। দাম্পত্য, পারিবারিক ও সাংসারিক জীবন সুন্দর, সুখময় ও শান্তিপূর্ণ হবে।