আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়ণে খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় নির্মিত ১৫টি প্রকল্প উদ্বোধন উপলক্ষে মানিকছড়ি উপজেলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও উপজাতি শরনার্থী বিষয়ক টাক্সফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি। অতিথি ছিলেন, পার্বত্য উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মজিবুল আলম, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার ( ভূমি) শাহীনা নাছরিন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার, শাহিনা আক্তার, মো. মাঈন উদ্দীন, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক প্রমূখ। ১৫ টি প্রকল্পের মধ্যে মানিকছড়ি উপজেলার ৮৫ লাখ টাকা ব্যয় উপজেলা শিশু পার্ক ও ৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে চেঙ্গছড়া গোদাতলী সড়কে রাস্তা ও ব্রীজ (১.২ কিলোমিটার রাস্তা ও ৪৫ মিটার ব্রীজ) নির্মাণ করা হয়েছে।