কাপ্তাই লেকে ৩ মাস মাছধরা বন্ধকালীন সময়ে( মে হতে জুলাই) অবৈধ ভাবে মাছ শিকারের সময় কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি) ও নৌ পুলিশ এর যৌথ অভিযানে একটি নৌকা,৫হাজার মিটার কারেন্ট জাল এবং ৪হাজার মিটার সুতার জাল আটক করা হয় ।
গত মঙ্গলবার বিকেল ৫ টা হতে রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই বিএফডিসি কেন্দ্রের ব্যবস্থাপক মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে কাপ্তাই লেকের কুতুবছড়ি, কেংরাছড়ি, হরিনছড়া এলাকা সহ আশেপাশে আরোও কয়েক জায়গায় এই অভিযান পরিচালনা করে এইসব কারেন্ট জাল এবং নৌকা উদ্ধার করে জব্দ করা হয়।
কাপ্তাই বিএফডিসির ব্যবস্হাপক মোঃ মাসুদ আলম জানান, রাঙামাটি জেলা প্রশাসক হতে কাপ্তাই লেকে মৎস্য প্রজনের জন্য গত ১লা মে হতে তিন মাস ব্যাপি মাছ আহরণ এবং শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ বন্ধকালীন সময় কিছু অসাধু মৎস্য শিকারি নিষেধাজ্ঞা অমান্য করে লেকে মাছ ধরার সময় আমরা গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করি। ছবিসংযুক্তঃ কাপ্তাই লেকে অভিযান চালিয়ে নৌকা ও কারেন্ট জাল আটক করা হয়।