আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
প্রত্যন্ত জনপদে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদরাসা হল কক্ষে মাদরাসার সুপার মুহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. রবিউল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার পরিচালক ও মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক মো. মনির হোসেন।
এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. শামসুল হক মাস্টার, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, আব্দুল জব্বার, মো. সাইফুল ইসলাম, শিক্ষক মো. লোকমান হোসেন, আবু বকর, সাকিবুল ইসলাম এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইমান হোসেন ও নাজমা আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে পরিচালনা পরিষদ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে তেমনি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। তাই অভিভাবকদের নিজ সন্তানদের প্রতিভা অন্বেষণে নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি প্রয়োজন’। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদান করেন বক্তারা। পরে মাদরাসার সদ্য বিদায়ী সহকারী শিক্ষিকা রাবেয়া বসরী লিজাকে প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীজনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।