• বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে নার্সিং শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি শেরপুরে হামলা ভাংচুর লুটপাট ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবক নিহত-পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি এলাকাবাসীর গোয়ালন্দে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন  বাঙ্গালহালিয়াতে ব্যবসায়ীদের উদ্যোগে বিশ্বকর্মা পূজা সম্পন্ন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন  পার্বত্য চট্টগ্রামে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ৮ টফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিতরণ ঢাকা মহানগরে পিসিসিপি আংশিক কমিটির আত্মপ্রকাশ দুই মাসের জন্য সারাদেশে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিষ্ঠানে সংবর্ধিত শিক্ষক রোমানা পার্বত্য জেলায় দ্রুত নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার / ১৬৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

রাজধানীতে সমাবেশের নামে বিএনপি- জামায়াত কর্তৃক পুলিশ হত্যা, অগ্নি সংযোগ, ভাংচুর, লুটপাট এবং দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে শান্তি সমাবেশ ও মিছিল করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

রবিবার (২৯ অক্টোবর) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা’র সঞ্চালনায় শান্তি সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তালেব ও মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাবুল আহাম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে শান্তি সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তারা বলেন, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে বিএনপি-জামাতের দেশ বিরোধী সকল ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাট প্রতিহত করবে।

পেশাগত দায়িত্ব পালনকালে বিএনপি-জামাতের সন্ত্রাসীবাহিনী কর্তৃক সাংবাদিকদের উপর হামলা ও পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।

শান্তি সমাবেশ শেষে এক শান্তি মিছিল মাটিরাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মাটিরাঙ্গা পৌর ভবন হয়ে আবারো দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শান্তি সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজি, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা
পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুস ছোবহান ও মাটিরাঙ্গা পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আযাদ
সহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ