• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম
বান্দরবানে ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, রুমায় সাচিংপ্রু জেরী ও জাবেদ রেজা’কে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল মহালছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী আটক আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে মহালছড়ি ও মাইসছড়ি বিএনপির বিক্ষোভ মিছিল মহালছড়িতে সামাজিক সংস্কার আন্দোলনের ব্যানারে শীতার্তদের কম্বল বিতরণ রংপুরে ২য় বারের মতো আয়োজিত হয়ে গেলো ” কিরন পেজেন্টস এন,ইউ,এস,ডি,এফ দক্ষতা উন্নয়ন সম্মেলন ২০২৫ বান্দরবানে নানান আয়োজন চলছে জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী পূজা ফের স্থলমাইন বিস্ফোরণে নাইক্ষংছড়িতে এক কিশোরের পা উড়ে গেল শেষ হলো বান্দরবান-র  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহালছড়িতে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান উপজেলা বিএনপির লামায় নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময় নানা আয়োজনে রাজস্থলীতে সরস্বতী পূজা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টার: / ২৪৯ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

পাহাড়ের মানবিক কর্মকান্ডের ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। গুইমারা সেনা রিজিয়নের তত্ত¡াবধানে মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সাত শতাধিক মানুষকে চিকিৎসা এ সেবা ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) সকালের দিকে বাইল্যাছড়ি স্কুল পাড়া এলাকায় দিনব্যাপী এ চিকিৎসা সেবা দেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাইফুজ্জামান সায়ক।

এর আগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি। এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো.মুরাদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী মানবিক দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষের পাশে আছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, অর্থাভাবে স্থানীয় পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির লোকজন শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন না। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় চিকিৎসাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হচ্ছে। সেনাবাহিনীর এমন মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা পেয়ে অসহায় এসব সাধারন মানুষ সেনাবাহিনীর ১৫ ফিল্ড আর্টিলারির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। চিকিৎসা পেয়ে আপ্লুত বয়োবৃদ্ধ কুসুম বালা ত্রিপুরা বলেন, অনেকদিন ধরে টাকার অভাবে চিকিৎসা ও ঔষধ কিনতে পারিনি। সেনাবাহিনী আমাকে চিকিৎসার পাশাপাশি ঔষধ দিয়েছে। স্থানীয় সমাজসেবী শিরিন বালা ত্রিপুরা বলেন, সেনাবাহিনী সবসময়ই তাদের মানবিক কর্মকান্ড নিয়ে সাধারন মানুষের পাশে দাঁড়িয়েছে। আজকের চিকিৎসা ক্যাম্প তারই বহি:প্রকাশ।

একই সময়ে আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের অংশ হিসাবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুইটি পুজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি একটি মসজিদ সংস্কারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন জোন অধিনায়ক। এছাড়াও চিকিৎসা ও ঘর নির্মানের জন্য অস্বচ্ছল ব্যক্তির মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ