হ্যাপী করিম (মহেশখালী) প্রতিনিধি।
‘বাংলার মেহনতি মানুষ একহও,দুনিয়ার মজদুর একহও’-এই শ্লোগান নিয়ে কক্সবাজার জেলার মহেশখালীতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে।
১২ ই অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে, উপজেলা চত্বর থেকে জাতীয় শ্রমিকলীগ মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভার আয়োজন করা হয়।
শুরুতে সংগঠনটির ব্যানারে উপজেলা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের মাঠে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন..পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম রফিকুল ইসলাম, কক্সবাজার জেলা শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সরওয়ার আজম, মহেশখালী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মন্জুর আলম, নাছির উদ্দীন, ধলঘাটা ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক ফজলুুল কাদের, হোয়ানক ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক খালেদ বাদশা, কুতুবজোম ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক মাহমুদুল হক, ছোট মহেশখালী ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক আলম, শাপলাপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক জয়নাল আবেদীন’সহ সকল ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব এবং সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।