• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সহ বিভিন্ন অভিযোগ শারদীয় দূর্গা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নৈরাজ্য, সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত  বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা

মাটিরাঙ্গাতে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) / ১২৬ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

মো: আরিফুল ইসলাম, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি-মাটিরাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও

র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতী মানুষ এক হও, এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি তসলিম উদ্দিন রুবেল এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি আব্দুল ছোবহান অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন।

জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি মো: আবুল কালাম আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সহ-সভাপতি মো: ওয়ালীউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তাজুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (পিসি), জাতীয় শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক মো: জয়নাল হাজারী প্রমুখ।

এসময় বক্তারা, সামনে জাতীয় নির্বাচনে সকলে কাঁদেকাদ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকার জয় নিশ্চিত করার জন্য আহ্বান জানান। বক্তারা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসহ যথাযথভাবে বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগ বিগত দিনের ন্যায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মন্জুয়ার বেগম,জাতীয় শ্রমিক লীগের মাটিরাঙ্গা পৌর শাখার সাধারণ সম্পাদক মো: আবুল কালাম আজাদ, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে, উৎসবমুখর পরিবেশে কেক কেটে সকল নেতাকর্মীরা আনন্দ ভাগাভাগি করে নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ