• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন পিসিসিপি’র শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক… ইউএনও মনজুর আলম গোয়ালন্দে দুই ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রান্তিক জনপদের উন্নয়নের জোয়ার বইছে–পাচউবো চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: / ১৩৬ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ের প্রান্তিক জনগনের ভাগ্য উন্নয়নের পাশাপাশি পাহাড়ের উন্নয়ন কর্মকান্ডে গুরুত্বপুর্ন ভুমিকা রেখে আসছে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, সাধারন মানুষের জীবনমান উন্নয়নে পাহাড়ের সড়ক যোগাযোগ উন্নয়ন, ব্রীজ-কালভার্ট নির্মান ও ধর্মী শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছে উন্নয়ন বোর্ড। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে ঘেরা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পাহাড়ে উন্নয়নের সুতিকাঘার মন্তব্য করে তিনি বলেন, পাহাড়ের পর্যটন খাতের উন্নয়নে মনযোগী হতে হবে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন সুপ্রদীপ চাকমা।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ মতবিনিময় সভার আয়োজন করে।

বঙ্গবন্ধু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করেছেন বলেই প্রান্তিক জনপদের উন্নয়নের জোয়ার বইছে উল্লেখ করে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামের যেসব এলাকা বিদ্যুতায়িত হয়নি সেখানে সোলার প্যানেলের মাধ্যমে আলোকিত করা হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া, ভাইস চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম ও বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রহমত উল্যাহ প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভা সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকোশলী মো. মজিবুল আলম, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো, ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সলিম উল্যাহ, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, তাইন্দং ইউপি চেয়ারম্যআন মো. পেয়ার আহাম্মদ মজুমদার, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম ও মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ