আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছে মৎস্য অধিদপ্তর । ইতোপূর্বে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাস্তবায়িত ক্রীক বাঁধ নির্মাণ ও পানির স্থায়িত্ব নিশ্চিতকরণে গত অর্থ বছরে দেড় লাখ টাকা ব্যয়ে একসত্যাপাড়া ক্রীক বাঁধ সংস্কার করা হয়। সম্প্রতি উক্ত কাজ ও ক্রীক পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. আরিফ হোসেন।
সম্প্রতি ক্রীক বাঁধ সংস্কার কাজ পরিদর্শনে এসে ড. মো. আরিফ হোসেন বলেন, পার্বত্য এলাকায় দুই পাহাড়ের মাঝে জমির আগায় অব্যবহৃত জমিতে ক্রীক বাঁধ নির্মাণের ফলে এ অঞ্চলের মানুষ মাছ চাষ করে পরিবারে পুষ্টির যোগানসহ মাছ বাজারজাত করে স্বাবলম্বী হওয়ার পথ সুগম হয়েছে। চলতি অর্থবছরেও উপজেলায় নতুন ক্রীক বাঁধ নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার ও সুবিধাভোগী সমিতির সভাপতি আবদুল মান্নান উপস্থিত ছিলেন।