আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট গতকাল খাগড়াছড়ি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৩ টায় খাগড়াছড়ি জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা অনুর্ধ ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ কবির সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আফাজ উদ্দিন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ খেলা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকসহ অতিথিরা বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন এবং কিশোর-কিশোরী খেলোয়াড়দের সাথে পরিচিত হয়ে কৌশল বিনিময় করেন।
উদ্বোধনী খেলায় বঙ্গবন্ধু বালক দলে লক্ষ্মীছড়িকে হারিয়ে মহালছড়ি পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করেন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা দলে মহালছড়িকে পরাজিত লক্ষ্মীছড়ি পরবর্তী খেলার যোগ্যতা অর্জন করেন।