মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবাগত চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।
৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সকল ইউপি চেয়ারম্যান ও সদস্য, শিক্ষক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দের সাথে কথা বলেন তিনি।
এ সময় তিনি তাঁর কর্মকালীন সময়টুকু তিন পার্বত্য জেলার প্রতিটি উপজেলার নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালন করার আশ্বাস দেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উন্নয়ন ও সেবাকার্যক্রম বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম, দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু সহ শিক্ষক ও জনপ্রতিনিধিবৃন্দ।