• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শারদীয় দূর্গা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নৈরাজ্য, সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত  বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করতে ও শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন পিসিসিপি’র

নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক সেমিনারে বক্তারা সচেতনতা ও লোকলজ্জার ভয়ে আইনী সহায়তায় পিছিয়ে নির্যাতিতরা!

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১৯১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

নারী নির্যাতন প্রতিরোধ ও আইনী সহায়তায় সরকারি সুযোগ সুবিধা সম্পর্কে এখনো নারী ও কিশোরীরা সচেতন নয়। ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নির্যাতিতারা যথাসময়ে আইনী সহায়তা না নিয়ে লোকলজ্জার ভয়ে সময় ক্ষেপন করেএবং নির্যাতনের আলামত মুছে ফেলায় আইনি সহায়তায় ওসব নির্যাতিত নারী বা কিশোরীরা বঞ্চিত হচ্ছে! ঘটনার পর পর আলামত বা চিহ্ন অক্ষত রেখে পুলিশের সহায়তা নিলে এবং সরকারী হট লাইন ১০৯ নম্বরে ফোন করে সহায়তা নিলে নারী নির্যাতন কমে আসবে এবং অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা যাবে। ফলে সমাজে নিরবে ঘটে যাওয়া অপরাধ কমে আসবে।

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত বক্তব্য ব্যক্ত করেন।
৯অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

উক্ত সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মো. জসিম উদ্দীন। অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা রাকেশ বিশ্বাস,মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা রনি কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, পুলিশ উপপরিদর্শক(এস.আই)মো. ইয়াছিন, কৃষি ব্যাংক ম্যানাজার মো. ওসমান গনি চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ, মো. আবদুল মতিন প্রমূখ।

স্বাগত বক্তব্যে উপপরিচালক মো. জসিম উদ্দীন বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকারের অবস্থান খুবই কঠোর। যে কোন নারী, কিশোরী অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা বা পরিস্থিতির শিকার হলে তাৎক্ষণিক ১০৯ হট লাইনে সাহায্য চাইতে পারেন। এতে প্রশাসন দ্রুত নির্যাতিত নারী বা কিশোরীর পাশে দাঁড়াবে।
প্রধান অতিথি মো. জয়নাল আবেদীন বলেন, সমাজে এখনও পুরুষেরা নারীদের আড়চোখে দেখে! এই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মনে রাখতে হবে নারী,পুরুষ একে অপরের পরিপূরক। এরা আমার মা, এরা আমার বোন, এরা আমার কন্যা।

সভাপতির বক্তব্যে রক্তিম চৌধুরী বলেন, নারী নির্যাতন প্রতিরোধে সরকার নানাভাবে সহায়তা দিচ্ছে। কিন্তু আমরা জানার অভাবে সেই সুবিধার সুফল ভোগ করতে পারছিনা! কোন কিশোরী বা নারীর ওপর অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে তাৎক্ষণিক ১০৯ হট লাইনে সহায়তা নেওয়ার পাশাপাশি ঘটনা না লুকিয়ে এবং আলামত নষ্ট না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে বিষয়টি পুলিশক অবহিত করতে হবে। সচেতনতা না বাড়ালে এবং লোকলজ্জার ভয়ে এড়িয়ে গেলে অপরাধীরা বেঁচে যাবে! নিযার্তিতরা ক্ষতিগ্রস্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ