আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে রোববার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জামতলা এলাকা থেকে ৫১ দেশীয় চোলাই মদসহ ২ পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরে রোববার বিকেল সাড়ে ৪টায় উপ-পরিদর্শক( এসআই) সুমন কান্তি দে’ ও সঙ্গীয় পুলিশ কর্মকর্তা এবং ফোর্সদের বিশেষ অভিযানে উপজেলার জামতলা মদিনা বিরানী হাউজের সামনে চট্টগ্রাম -খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে পাকা রাস্তার ওপর একটি সিএনজি যোগে ০২জন ব্যক্তি বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ নিয়ে চট্রগ্রামের উদ্দেশ্যে রওনার সময় ডানপ্রু মারমা রেশমী (২৭) ও মো. মোক্তার হোসেন (২৫) কে আটক করে তাদের নিকট থেকে ৫১ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাইমদ এবং একটি সিএনজি জব্দ করা হয়।
মদ পাচারকারী ডানুপ্রু মারমা রেশমি (২৭) গুইমারা উপজেলার গড়িয়াছড়ি গ্রামের আথাঅং মারমার কন্যা এবং মো.মোক্তার হোসেন (২৫) মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকার আবদুল সাত্তারের পুত্র।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. আনচারুল করিম জানান, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।