• রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

মাটিরাঙায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

স্টাফ রিপোর্টার: / ১৬৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

‘নাগরিক অধিকার সুরক্ষায় ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে
সারাদেশের মতো খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথমবারের মতো পালিত হলো ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালের দিকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

পরে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেল কক্ষ ‘রিছাং’ এ অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) মো. মেজবাহ উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ, গোমতি ইউপি সচিব দেবাশীষ চাকমা ও মাটিরাঙ্গা সদর ইউপি সচিব মো. রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওপর জোর দিয়ে বক্তারা বলেন, নাগরিক জীবনে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব অপরিসীম। স্মার্ট বাংলাদেশের পথে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবা। উন্নত রাষ্ট্র বিনির্মানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে যত্নবান হতে হবে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একটি নাগরিকের মৌলিক অধিকার। নানা সীমাবদ্ধতার মধ্য দিয়েই জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাধ্যমে তথ্য ভান্ডার সমৃদ্ধ করতে হবে। বর্তমানে সরকারি সুযোগ সুবিধা নিতে হলে প্রথমে প্রয়োজন জম্ম নিবন্ধন উল্লেখ করে তিনি বলেন, তাই ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করতে।

এসময় বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা জ্যোতি কিশোর বড়ুয়া ও মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার অনুপম শীল।

অনুষ্ঠানে তবলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুইয়া, তবলছড়ি ইউপি সচিব মো. ওসমান গনি ও শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ গ্রাম পুলিশ মো. মঞ্জুর হোসেন জম্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ