আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের মাদক বিরোধী নিয়মিত অভিযানে গতকাল ভোরে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের গাড়িটানা বাজারস্থ টোল বক্সের সামনে থেকে দুইটি প্রাইভেটকারে পাচারকালে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ৩পাচারকারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের খবরে বৃহস্পতিবার ভোরে ৪টায় উপ-পরিদর্শক( এসআই) সুমন কান্তি দে’ ও সঙ্গীয় পুলিশ কর্মকর্তা এবং ফোর্সদের বিশেষ অভিযানে মানিকছড়ির গাড়িটানা টোল কেন্দ্রের সামনে অবস্থানকালে ০৩(তিন) জন ব্যক্তি একসাথে দুইটি প্রাইভেটকারে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ চট্টগ্রাম পাচারকালে জব্দ করা হয়। এ সময় মদ পাচারকারী মো. মিজান (২৬) আবু তৈয়ব(২৭) এবং রাজীব রবি দাশ (৩০)কে ১৫০ (লিটার)অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরি চোলাইমদ জব্দ এবং চোলাইমদ পরিবহণের কাজে ০২(দুই)টি প্রাইভেটকারসহ আটক করা হয়
আটক মদ পাচারকারী মো. মিজান (২৬) পিতা- মৃত মোহাম্মদ উল্লাহ, সাং- ডাকবাংলা, বেতবুনিয়া ইউপি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি, আবু তৈয়ব(২৭), পিতা- আলী আহমেদ, সাং- হোল্ডিং সিকদার পাড়া (সিকদার বাড়ি), বেতবুনিয়া ইউপি, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটি ও রাজীব রবি দাশ (৩০), পিতা- মনুরবি দাশ, সাং- ব্যাটারীগলি (রবি দাশ কলোনী), দামপাড়া, চট্টগ্রাম এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মো. আনচারুল করিম জানান, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।