খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে মানিকছড়ি উপজেলায় গত এক সপ্তাহে ৫টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পেরেছেন থানার চৌকস পুলিশ কর্মকর্তা পরিদর্শক তদন্ত মো. আজগর হোসেন।
উপজেলার বিভিন্ন স্থান থেকে সম্প্রতি হারিয়ে যাওয়া মোবাইলের প্রকৃত মালিকেরা মানিকছড়ি থানায় সাধারণ ডায়েরি করার পর পুলিশ সুপার মুক্তা ধর এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেন। এর পর সহকারী পুলিশ ও মানিকছড়ি সার্কেল এ. কে.এম কামরুজ্জামান থানার পরিদর্শক তদন্ত মো. আজগর হোসেনকে সাথে নিয়ে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গত এক সপ্তাহে ৫টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন। পুলিশের এমন তড়িৎ পদক্ষেপে হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন উপজেলার ধর্মঘরস্থ ক্ষুদ্র ব্যবসায়ী ভবন চন্দ্র নাথ।
বিষয়ের সত্যতা নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও.সি) মো. আনচারুল করিম বলেন, মোবাইল হারানোর বিষয়ে প্রকৃত মালিকেরা থানায় সাধারণ ডায়েরি করার পর এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নিতে পুলিশ সুপার নির্দেশ প্রদান করেন। ফলে মোবাইল উদ্ধার বিষয়ে আইটি অভিজ্ঞ সহকারী পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামান ও পুলিশ পরিদর্শক তদন্ত মো.আজগর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এসব মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করেন।