সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ (রাজবাড়ি)
রাজবাড়ীর গোয়ালন্দে মাদক মামালায় যাবতজীবন সাজা প্রাপ্ত পলাতক আসামি মোঃ আমিরুল শেখ (৪৫) কে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার বদন মৃধার পাড়া গ্রামের মোঃ তসলিম শেখ এর ছেলে।
মঙ্গলবার ২৭শে সেপ্টেম্বর দিবাগত রাতে দৌলতদিয়া এলাকা হতে তাকে আটক করা হয়।
এর আগে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত তাকে যাবতজীবন সাজা প্রদান করেন। কিন্তু রায় ঘোষণার দিন তিনি উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে মহামান্য কোর্ট। দীর্ঘদিন পুলিশের চোখ ফাকি দিয়ে আত্মা গোপনে থাকার পর মঙ্গলবার দিবাগত রাতে এএসআই দেলোয়ার হোসেন এর কাছে গোপন সংবাদ আসে আমিরুল তার নিজ বাড়ি অবস্থান করছে। এমন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, এএসআই দেলোয়ার হোসেন এর চেষ্টায় দীর্ঘদিনের যাবতজীবন সাজা প্রাপ্ত পলাতক আসামী আমিরুল গ্রেফতার হয়েছে। এটা এএসআই দেলোয়ার জন্য বড় চ্যালেঞ্জ ছিলো