মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রেষণামূলক ক্লাস পরিচালনা করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা সেনা জোন।
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার বানছড়া উচ্চবিদ্যালয় মাঠে অর্থের বিনিময়ে সেনাবাহিনীতে লোক ভর্তি হ্রাসকরণ এবং প্রার্থীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে এ প্রেষণামূলক ক্লাস পরিচালনা করা হয়। এ সময় দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে বানছড়া উচ্চবিদ্যালয়ে একটি দেয়াল ঘরি উপহার দেয়া হয়।
শিক্ষার্থীদের মাঝে ক্লাস পরিচালনা করেন, দীঘিনালা সেনা জোনের উপ-অধিনায়ক মেজর নূর নাফিস ইসলাম (ওএসপি, পিএসসি)।
এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।