মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
“নিরপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে,পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রকল্পর মাধ্যমে উন্নয়ন কৃত দুটি ক্রিক বাঁধ মৎস চাষি(১)খোকন ত্রিপুরা ক্রিক ও (২) মেমং মারমা ক্রিক কে খাগড়াছড়ি জেলা পরিষদের অর্থায়নে ২০২৩ -২৪ অর্থবছরে কার্প জাতীয় মাছের পোনা ও প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ করা হয়েছে। পোনামাছ ও প্রদর্শনীর উপকরণ বিতরণ কর্মসূচী উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিস.মমতা আফরিন।
এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রোগরামার রেহান উদ্দীন, উপজেলা মৎস্য অফিসার মোঃ মনোয়ার হোসেন, রামগড় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নিজাম উদ্দীন প্রমুখ।
এতে উপজেলার ২জন চাষীর মাঝে রোটেনন ৪কেজি,চুন ৬৬কেজি,সার ৬৬কেজি,মাছের পোনা ১২০০টি,মাছের খাদ্য ৯৮০কেজি,মেগা জিও ২প্যাকেট ও সাইনবোর্ড ২টি বিতরণ করা হয়।