মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোঃআবুল বশর (৪৫) কে গ্রেফতার করেছে রামগড় থানা পুলিশ।
শনিবান (২৩সেপ্টেম্বর) ভোর রাতে ফেনি জেলা সদর থানাধীন লস্করহাট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত মোঃ আবুল বশর দক্ষিণ বাগানটিলা এলাকার মৃত সুলতান আহম্মেদ এর পুত্র।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় এবং এসআই (নিঃ) সামছুল আমিন, মোঃআজিজুল হক, এএসআই হবিকুল ইসলাম,কনষ্টেবল জাহেদ আজম সহ তথ্য প্রযুক্তি গতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৩বছর পূর্বের ১টি জিআর সাজা ও ২টি জিআর পরোয়ানা ওয়ারেন্ট ভুক্ত মোঃআবুল বশর (৪৫)কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে,রামগড় থানার চৌকস অফিসার এসআই মোঃসামছুল আমীন, থানার অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিগত সময়েও বাহিরের বিভিন্ন জেলায় তথ্য প্রযুক্তির সাহায্যে অনেক পুরাতন আসামীসহ রামগড়ের এক সময়ের আতংক অদু ডাকাত নামে পরিচিত আসামীকে ২০বছর পরে চট্রগ্রাম শহর থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, তার বিরুদ্ধে ১টি জিআর সাজা পরোয়ানা ও ২টি জিআর পরোয়ানা সহ মোট ৩টি আলাদা আলাদা মুলতবী ছিলো।