খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন কর্তৃক মাসিক আইন শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: কামরুল হাসান, পিএসসি।
![](https://parbattakantho.com/wp-content/uploads/2023/09/IMG20230919104823-scaled.jpg)
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোন আওতাধীন এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মো: মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো: আনিসুজ্জামান ডালিম, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়নের সহকারি পরিচালক মো: কাইয়ুম, মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: শরীফ, গুইমারা থানার অফিসার ইনচার্জ রাজীব কর, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক বে-সামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান, পিএসসি’র সামনে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন, জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান,স্বাস্থ্য কমপ্লেক্স, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।