• রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
মোল্লাহাটে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক সহ বিভিন্ন অভিযোগ শারদীয় দূর্গা উপলক্ষে কাপ্তাই থানা পুলিশ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে নৈরাজ্য, সংঘাত ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত  বোনের বিক্রিত গাছ কাটতে বাঁধা দেয়ায় ভাই আহত, জড়িত সন্দেহে আটক ২ সনাতন ধর্মালম্বীদের পাশে থাকবে রাজবাড়ী জেলা বিএনপি গুইমারায় উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ইমামদের ৪৫দিন ব্যাপী প্রশিক্ষণে ইউনিসেফের এইচপিভি ভ্যাকসিনেশন কার্যক্রমের ২ দিনের কর্মশালা উদ্বোধন রাজস্থলী প্রেস ক্লাবের  দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আজগর আলী খান  সম্পাদক আইয়ুব চৌধুরী রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত ভারতে নবীজির শানে কটূক্তিকারীকর গ্রেফতারের দাবিতে মুহাম্মদপুর এলাকাবাসীর বিক্ষোভ মিছিল বিশ্ব শিক্ষক দিবসে লংগদুতে আলোচনা সভা

মাটিরাঙ্গায় স্থানীয় সরকার দিবস পালিত

স্টাফ রিপোর্টার: / ১৮৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়ন-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাটারাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা। মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এ মেলার আয়োজন করে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফ্রীডম স্কোয়ারে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

আলোচনা সভায় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো.শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনিছুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো.শাহজাহান
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুুুবাস চাকমা প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আলোচনা সভার পরপরই মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই অংশগ্রহণকারী স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার জনগণের একদম কাছে গিয়ে সেবা প্রদান করে থাকে। স্থানীয় সরকার যতো শক্তিশালী হবে দেশের উন্নয়ন ততোই দ্রুত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে প্রত্যন্ত এলাকার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, তথ্য প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন স্তরে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, বর্তমান সরকারের উন্নয়নে দেশের চিত্র পাল্টে গেছে। বর্তমানে শুধু শহরে নয় প্রত্যন্ত অঞ্চলের মানুষরাও উন্নয়নের স্বাদ পাচ্ছে। পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ উন্নত রাস্ট্রে পরিনত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই মেলার মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের প্রশাসনিক দায়বদ্ধতা আরো বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো.আশ্ররাফ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ইশতিয়াক আহম্মেদ, রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, বেলছড়ি ইউপি চেয়ারম্যান মো. রহমত উল্যাহ, তাইন্দং ইউপি চেয়ারম্যান মো. পেয়ার আহমদ মজুমদার, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল গনি ও বড়নাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াছ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ