টাঙ্গাইলের ভূঞাপুরে তালাবদ্ধ ঘর থেকে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পশ্চিম ভূঞাপুর তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুলতানা সুরাইয়া দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তাঁর পরিবার।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ভূঞাপুর গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পান। পরে সন্দেহ হলে প্রতিবেশীরা গেট টপকে ঘরে উঁকি দিয়ে তাঁর মরদেহ দেখতে পান। এ সময় ঘরের বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘরের দরজা ভেঙে মেঝেতে গলাকাটা মরদেহ পাওয়া যায়।
নিহতের ছেলে আবু সায়েম আকন্দ বলেন, আমাদের কোনো শত্রু নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে বলে সন্দেহ হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও মামলাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।