আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার ওসমানীপল্লী এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস ওভারটেকিং করতে গিয়ে সড়কে উল্টে যাওয়া বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার পর খাগড়াছড়িগামী একটি শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় ওভারটেকিং করার সময় লোকাল বাসটি সড়কে উল্টে যায়।
এতে লোকাল বাসের ৮/১০ জন যাত্রী কম-বেশি আহত হয়। এদের মধ্যে সাহেরা খাতুন(৬৫)কে চমেক হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
দুপুর ১২ টা নাগাদ দুর্ঘটনায় কবলিত বাসটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ। থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই বাসের ওভারটেকিং করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে সড়কের দু’পাশে প্রচুর গাড়ীর আটকা পড়ে যায়। পরে দুপুর নাগাদ বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।