• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
নবীনগরে কুখ্যাত মাদক চোরাচালান কারী গ্রেফতার – ৪ খাগড়াছড়িতে প্রতিমা-পেন্ডেল তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী ও আয়োজক কমিটি আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে : মাহবুবের রহমান শামীম আলীকদম সেনা জোনের আওতাধীন আলীকদম ও লামা উপজেলার সকল পূজা মন্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান  গোয়ালন্দে ভাঙন প্রতিরোধে মানববন্ধন দূর্গা পূজা, প্রবারণা পূর্ণিমা সুন্দর ভাবে অনুষ্ঠিত ও সমাপ্ত হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোল্লাহাটে সাংবাদিকদের সাথে নবাগত ইউ ও নো সাথে মতবিনিময় মানিকছড়িতে বালু উত্তোলনে অর্ধলাখ টাকা জরিমানা বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা লংগদুতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা দিবেন পানছড়ির ০৩ বিজিবি

মানিকছড়িতে ফ্রি জন্মনিবন্ধন সার্ভার জটিলতায় কাজে ধীরগতি!

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি) / ১৪০ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

আব্দুল মান্নান, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)

শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে বিনা পয়সায় জন্মনিবন্ধন করার আইনগত সুযোগ কাজে লাগাতে জনসচেতনতা বৃদ্ধি ও জাতীয় স্থানীয় সরকার দিবসে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার চার ইউনিয়নে গতকাল দিনব্যাপি ছোট-বড় সকলকে ফ্রি জন্মনিবন্ধন করিয়েছেন ইউপি সচিবেরা। তবে সার্ভারের ধীরগতির কারণে গ্রাহক সেবা ব্যাহত!

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতিটি শিশু জন্মের ০-৪৫ দিনের মধ্যে বিনা পয়সায় জন্মনিবন্ধন করার সুযোগ রয়েছে। সম্প্রতি উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলার চার ইউনিয়নে তৃণমূল পর্যায়ে শিশুর জন্মনিবন্ধনের কাজ জোরদার করা হয়েছে। ইউপি সদস্যের নেতৃত্বে সংশ্লিষ্টরা বাড়ি বাড়ি গিয়ে ০-৪৫ দিন বয়সী প্রতিটি শিশুকে বিনা পয়সায় জন্মনিবন্ধনের অন্তর্ভুক্ত করছেন। এছাড়া জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গতকাল বুধবার সকাল থেকে বিনা খরচে শিশু, কিশোর ও বাদপড়া বয়স্ক ব্যক্তিরাও জন্মনিবন্ধন করার সুযোগ পেয়েছে।

উপজেলার চার ইউনিয়নে গতকাল ফ্রি সেবা নিয়েছে অন্তত শতাধিক ব্যক্তি ও শিশু। তবে সার্ভার জটিলতায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজে সেবাগ্রহীতা ও সেবাদাতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অপকটে স্বীকার করছেন ইউপি সচিবেরা।
উপজেলার ৪নম্বর তিনটহরী ইউনিয়ন পরিষদ সচিব মো. সুমন মিয়া বলেন, জাতীয় স্থানীয় সরকার দিবসে গতকাল ৩৮জনকে ফ্রি সেবার আওতায় আনতে পেরেছি। সার্ভারের ধীরগতির কারণে প্রতিনিয়ত আমরা সেবাগ্রহীতাদের নানা প্রশ্নে সম্মুখীন হচ্ছি।

বিষয়টি বার বার ওপর মহলে জানানো স্বত্বেও সার্ভারের কচ্ছপগতি থেকে আমরা বের হতে পারছিনা। ১নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক সার্ভারে ধীরগতির বিষয়টি স্বীকার করে বলেন, মাসের বেশির ভাগ সময়ই সার্ভারে ধীরগতির কারণে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবাগ্রহীতেরা সেবা প্রদানকারীকে ভূল ঝুঝেন। এতে আমরাও নানা প্রশ্নের সম্মুখীন হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ