মোঃ মাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)
খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার ফেনী নদীর কুল এলাকা থেকে ভারতীয় মদ জব্দ করেছে রামগড় ৪৩ বিজিবি। বৃহস্প্রতিবার(১৪সেপ্টেম্বর) ভোর রাতে রামগড় ৪৩ বিজিবির আওতায় বাগানবাজার বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো.জাহানুর ইসলামের নেতৃত্বে একটি টহল দল মদের বোতল জব্দ করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী নদীর কুল এলাকায় অভিযান চালায় রামগড় ৪৩ বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে চোরা কারবারীরা পালিয়ে যায়। এরপর মালিকবিহীন ৯৬ বোতল মদ জব্দ করা হয়। মদের বোতলগুলো ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে।
রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, সীমান্তে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডকে বিজিবির পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না। মাদক চোরা চালান দমনে বিজিবি সর্বদা প্রস্তুত।