স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি):
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় মাধ্যমিক স্কুল,মাদরাসার অনুর্ধ্ব ১৭ শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন ফুটবল, কাবাডি ও হ্যান্ডবল খেলা শেষ হয়েছে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স, খাতা-কলম বিতরণ করায় শিক্ষার্থী অসন্তোষ্ট!
উপজেলার ৮টি মাধ্যমিক স্কুল ও ৩টি দাখিল মাদরাসার অনুর্ধ্ব ১৭ বয়সী শিক্ষার্থীদের নিয়ে এবার অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীণ ক্রীড়ানুষ্ঠান। এর মধ্যে ছিল ফুটবল ও হ্যান্ডবল( ছাত্র/ছাত্রী) ও কাবাডি ছাত্র। উল্লেখিত প্রতিষ্ঠানের মধ্যে দূরবর্তী একাধিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ না করলেও সকল প্রতিষ্ঠান মোট শিক্ষার্থীর অনুকূলে জনপ্রতি ১৬ টাকা হারে ক্রীড়া ফি প্রদান করেন। এই অর্থ থেকে জেলা ক্রীড়ানুষ্ঠানে ব্যয় ৬ টাকা এবং উপজেলা ক্রীড়ানুষ্ঠানে পুরস্কার ক্রয় ও খেলা পরিচালনায় অর্থ ব্যয়ের কথা রয়েছে।
১১ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাণী নিহার দেবী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এ সময় বিজয়ী ও বিজিত শিক্ষার্থী(খেলোয়াড়েরা) পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ জ্যামিতি বক্স, খাতা-কলম বিতরণ করা হয়। কিন্ডু শিক্ষার্থীরা পুরস্কার হাতে নিয়ে রাগে,ক্ষোভে দ্রুত মাঠ ত্যাগ করেন! উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী জানান, সকল শিক্ষক, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গ্রীষ্মকালীন খেলাধুলা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি