টাঙ্গাইলের ভূঞাপুরে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ফনিলাল রবিদাস (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২।
রবিবার (৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীরহাটি গ্রামের বেলতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফনিলাল রবি দাস ভূঞাপুর উপজেলার বীরহাটি গ্রামের শুক লাল রবিদাসের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ফনি লাল রবি দাস দীর্ঘদিন যাবৎ দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইলের ভূঞাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।
জেলার ভূঞাপুর থানা এলাকাসহ আশেপাশের থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার চাহিদা অনুযায়ী দেশীয় চোলাই মদ সরবরাহ করে। তার বিরুদ্ধে ভূঞাপুর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ২৪ (খ) ধারায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বর্যাবের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।