• সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
মহেশখালীতে RB24 ফাউন্ডেশন কর্তৃক মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সম্পন্ন ফাইনাল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার খাগড়াছড়ি জেলা জামায়াতের ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত খাগড়াছড়িতে জামায়াত নেতৃবৃন্দের সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ এখনো অনিশ্চিত:  তবুও শুরু হল চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাট সেতু নির্মাণের প্রাথমিক কাজ রাঙ্গামাটিতে স্বাস্থ্যসেবা বিষয়ক জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সেবাগ্রহীতার গণশুনানি অনুষ্ঠিত খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান  পদ্মা যমুনায় নাব্যতা সংকটে বিপাকে জাহাজ চলাচল  রাঙামাটিতে কমলা চাষে সফল সুদত্ত চাকমা রামগতিতে জোরপূর্বক বসতঘর দখলের চেষ্টা রাঙামাটি জেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত লংগদুতে মহিলা দলের বর্ধিত সভা

দক্ষিণ-পূর্ব রিজিয়ন (চট্টগ্রাম) আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত

মোঃ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা  / ৩৫৯ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ আরিফুল ইসলাম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম এর উদ্যোগে ও খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির ব্যবস্থাপনায় আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৩ টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ বিজিবি পলাশপুর জোন ২৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

খেলায় অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে ৩ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন, ৮ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ১২ বিজিবি ছোটহরিণ ব্যাটালিয়ন, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়, ২৭ বিজিবি ম্যারিশ্যা ব্যাটালিয়ন, ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন, ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন, ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন, ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়ন ও ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন এ কাবাডি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম ।

এসময় , ৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল
এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, ৪০ বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, মেডিক্যাল অফিসার মেজর মোঃ সাবেরিজ্জামান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন হতে আগত রেফারী মোঃ মজিবুর রহমান ও শহিদুল ইসলাম বাবু সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খেলায় ৩ বিজিবির সিপাহী মো: মুনতাজ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৪০ বিজিবির নায়েক সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ