• শনিবার, ১১ মে ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারে ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শুরু  পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত জনপ্রতিনিধি’র সৌজন্য স্বাক্ষাত কাপ্তাই পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন ঢাবি অধিভুক্ত সাত কলেজে ভর্তিচ্ছুকদের জন্য ছাত্র পরিষদের ‘হেল্প ডেস্ক’ ডংনালা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি   কর্তৃক প্রধান শিক্ষক লাঞ্চিত হবার অভিযোগ মহেশখালী’র নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান’র সঙ্গে শুভেচ্ছা বিনিময় মানিকছড়িতে বিজয় উল্লাসে ভোটারের পাশে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা গোয়ালন্দে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন খাগড়াছড়ি ৩ উপজেলায় বিজয়ী হলেন যারা, একটিতে ফলাফল ঘোষণা স্থগিত মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান রাঙ্গামাটি চার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা মহেশখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন যারা

রামগড়ে পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: / ২৭৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের এক পাহাড়ি নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগের মাত্র ৩ ঘণ্টায় পুলিশের হাতে আটক হয়েছে অভিযুক্ত মো. রহমত উল্যাহ (৩২)। ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ির রামগড়ে ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায়।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভোরে পুলিশ তাকে গ্রেফতার করে। সে রামগড়ের পার্শ্ববর্তী ফটিকছড়ির ভুজপুরের বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার বাসিন্দা।

জানা গেছে, রবিবার রাত সাড়ে ১১টার দিকে রামগড়ের ২নং পাতাছড়া ইউনিয়নের দুর্গম পাগলাপাড়া পাহাড়ি এলাকায় ভিকটিম (১৮) নারীর মিশ্র ফল বাগানের চৌচালা ঘরের দরজা খুলে বাগানের পাহারাদার রহমত উল্যা ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ভিকটিম নারীর আত্ম-চিৎকারে তার স্বামীর ঘুম ভেঙ্গে গেলে ধর্ষণ চেস্টাকারী পালিয়ে যায়।

রামগড় থানার ওসি(তদন্ত) মো. ফকরুল ইসলাম জানান, সোমবার রাতে ভিকটিম ও তার স্বামী থানায় এসে অভিযোগ দায়ের করেন। রাত সাড়ে ১১টায় অভিযুক্ত রহমত উল্ল্যার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়। তিনি আরও বলেন, মামলা রুজুর পরই তার নেতৃত্বে পুলিশের একটি দল আসামিকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার ভোর ৪টার দিকে দুর্গম পাহাড়ি এলাকা পাইল্যাভাঙ্গা থেকে রহমত উল্ল্যাহকে গ্রেফতার করা হয়। ওসি(তদন্ত) বলেন, আসাসিকে খাগড়াছড়ি আদালতে সোর্পদ করা হয়েছে।

সূত্র-পার্বত্যনিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ