• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
মহালছড়ি উপজেলা বিএনপির রাস মহাউৎসব পরিদর্শন ও আর্থিক উপহার প্রদান দৌলতদিয়া পোড়াভিটায় পুলিশের অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার মোল্লাহাটে নকল বিড়ি তৈরির চৌচল্লিশ বস্তা তামাক ও সরঞ্জাম জব্দ চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ৩০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ আটক,-২ সিএনজি জব্দ বৈষম্য বিরোধী আন্দোলনের সর্বশেষ শহীদ আব্দুল্লাহ এর গায়েবানা জানাজা রাঙামাটিতে অনুষ্ঠিত মাটিরাঙ্গায় জোন কমান্ডারস কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুইমারা ইউনিয়ন একাদশ মহালছড়ি উপজেলা যুব রেড ক্রিসেন্ট কমিটি গঠন পান চাষে স্বপ্ন দেখছেন চাষিরা যাচ্ছে বিভিন্ন শহরে বাগেরহাট সদরের ন্যায্য জ্বালানি রূপান্তর নিশ্চিত করার লক্ষ্যে ক্যাম্পেইন অনুষ্ঠিত রুমায় যৌথবাহিনীর অভিযানে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ জব্দ রাজবাড়ীতে বিদেশি মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পদ্মায় মিলল ১৪ কেজির পাঙ্গাশ

মহালছড়িতে কবরস্থান হতে চেঙ্গী ব্রীজ পর্যন্ত সড়কের সংস্কার প্রয়োজন

রিপন ওঝা, নিজস্ব প্রতিবেদক মহালছড়িঃ / ৭৮৬ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩

রিপন ওঝা, মহালছড়ি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় কবরস্থান। উক্ত স্থান হতে চেঙ্গীব্রীজ পর্যন্ত দীর্ঘদিন খানাখন্দে ভরা, সকল ধরনের যানবাহন চলাচলে ভারসাম্য হারিয়ে ফেলছে। কেন্দ্রীয় কবরস্থান হতে চেঙ্গী ব্রীজ পর্যন্ত বেহাল দশা এমন সড়কের দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ ও পথচারীগণ এবং মুবাছড়ি ইউনিয়ন বাসীগণ।

দীর্ঘ সময় ধরে মহালছড়ি সদরের কেন্দ্রীয় কবরস্থান হতে চেঙ্গীব্রীজ পর্যন্ত সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাঙ্গামাটির সওজ এর আঞ্চলিক সড়ক। বড় বড় গর্তে পড়ে প্রায়ই বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা।।

কেন্দ্রীয় কবরস্থান হতে থানার সম্মুখ পর্যন্ত এই সড়কের কার্পেটিং উঠে গেছে। মূল সড়কটি দিয়ে প্রতিদিন ট্রাক, ট্রাক্টর, ব্যাটারিচালিত টমটম, মোটরসাইকেলসহ ছোট বড় অনেক যানবাহন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার না হওয়ায় পিচ উঠে অসংখ্য স্থানে তৈরি হয়েছে ছোটবড় গর্ত।

খানাখন্দে ভরা এই সড়কে প্রতিদিন প্রতিনিয়ত চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন, পথচারীরা। চলতি বর্ষাকালে এই সড়কে একটু বৃষ্টি হলেই সড়কের গর্তগুলোতে পানি জমে বেহাল পরিস্থিতি সৃষ্টি হয়। স্থানীয় জনগণসহ পরিবহণের যাত্রী ও চালকরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এই রাস্তাটি দিয়ে গর্ভবতী মায়েরা, বিভিন্ন রোগী ও জরুরি প্রয়োজনে দ্রুত যাওয়া যায় না।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ রোকন মিয়া জানান যে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের সড়কগুলোকে উন্নয়ন সহ সংস্কারের মাধ্যমে গ্রামকে শহরে রুপান্তরে অগ্রণী ভূমিকা রাখছেন। কিন্তু মহালছড়িতেও কেন্দ্রীয় কবরস্থান হতে চেঙ্গী ব্রীজ পর্যন্ত বেহাল দশা, দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে, দীর্ঘদিন সংস্কার কেন হচ্ছে না, কারোর বোধগম্য হচ্ছে না। যতদূর শুনেছি মহালছড়ি সরকারি কলেজের মোড় হতে থানা পর্যন্ত কার্পেটিং সড়কটি রাঙ্গামাটি সড়ক ও জনপথের আওতাধীন। তাই দ্রুত সময়ের মধ্যে এমন উন্নয়নসহ সংস্কারের দাবি জানাচ্ছি ও পথচারী আশায় রয়েছেন। কেন্দ্রীয় কবরস্থান হতে ব্রীজ পর্যন্ত প্রশস্ত সড়ক নির্মাণ সময়ের এলাকাবাসীর গণদাবিতে পরিণত হয়েছে। এই জনগুরুত্বপূর্ণ সড়ক দিয়েই সিলেটি পাড়া, মহালছড়ি থানা, চট্টগ্রামপাড়াসহ ২নং মুবাছড়ি ইউনিয়নের সকল ওয়ার্ডবাসীর জনগণের একমাত্র সড়ক। এমনকি এই সড়কটি লংগদুবাসীদের জন্যেও বিকল্প চলাচলের উপায়ও হতে পারে।

এ বিষয়ে সাংবাদিক ভগদত্ত জানান, বেহাল দশার এই সড়কে ছোটবড় যানবাহন চালাতে খুবই কষ্ট হয়। মহালছড়ি চেঙ্গীব্রীজ হতে কিছুদূর এগিয়ে গেলে কাপ্তাইপাড়ার নিকটে কালভার্ট রয়েছে যা উইয়ের ডিবির মতো বা মানবশরীরে ফোসকার মতো উঁচু করে পুটিং এর উপর দিয়ে যানবাহন চলাচল করছে, সড়কের ন্যায় কাপ্তাইপাড়ার কালভার্টটি নতুন করে তৈরি এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ