ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাবন্দি আবুল কাশেম(৬৫) নামে এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাত পৌনে দশটার দিকে ঢামেকের নতুন ভবনের ষষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।
কারারক্ষী মোঃ মামুন জানান,একটি হত্যা মামলার আসামি ছিল সে। বেশ কিছুদিন কয়েদি হিসেবে কারা ভোগের পর অসুস্থ হয়ে পড়লে মাস খানেক আগে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতের দিকে মারা যায় সে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মাসুদ মিয়া চিকিৎসকের বরাত দিয়ে কয়েদি মোঃ আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।