• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩ দিনব্যাপী কাপ্তাইয়ে তারুণ্যের মেলা উদ্বোধন সারাদেশে ন্যায় বাঘাইছড়িতে বিএনপির সদস্য নবায়ন শুরু আগুনে পুড়ে ছাই মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা ও এতিমখানা উন্মুক্ত হলো দেবতাখুম  স্বপ্ননের পর্যটনকেন্দ্র দীঘিনালায় ছাত্র লীগের নেতা গ্রেপ্তার পদ্মায় ধরা পড়লো ২০ কেজির বাঘাইড় মাছ গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রাজস্থলী উপজেলার ওগাড়ী পাড়া থেকে হাতি শাবক উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের আবৃত্তি প্রতিযোগিতা শুরু গোয়ালন্দে যুব উন্নয়নে কারিগরি শিক্ষা, সংকট ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বান্দরবান কেন্দ্রীয় দূর্গা মন্দিরে মহা মাঙ্গলিক উৎসর্গ ও পঞ্চ বিগ্রহ প্রতিষ্ঠা উৎসব ত্রিবেণী লেডিস ক্লাব কর্তৃক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

রাজধানীতে ৩ যুবকের অস্বাভাবিক মৃত্যু

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ১৯০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

রাজধানীর বাড্ডা এলাকার মনির, হাসান ও সামি নামে তিন যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত শুক্রবার তারা গাজীপুর এলাকায় নৌপথে পিকনিকে গিয়ে মদপান করেছিলেন।এরপর তারা একে একে অসুস্থ হয়ে মারা যায়।

রোববার (২০ আগস্ট) রাতে বাড্ডা থানার উপপরিদর্শক (এস আই)শাকিল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন ।

তিনি জানান, মনির, হাসান ও সামি নামে তিনজন মারা গেছে। এদের মধ্যে মনির ও সানির দাফন হয়ে গেছে। আর হাসানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কারো বাসা বাড্ডা, কারো বাসা ভাটারা এলাকার পাশাপাশি অন্য জায়গায়ও আছে।

অপর দিকে ওই ঘটনায় পিকনিকে অংশ নেওয়া শিক্ষার্থী সিয়াম (১৯) জানান, তিনিও অন্যান্য বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়েছিলেন। পরে মদ্যপানের ঘটনায় বেশ তারা কয়েকজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।পরে সে ঢামেক থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড্ডার স্বাধীনতা সরণীর বাসায় ফিরেছেন ।

তার বাবার সোহাগ মিয়া বলেন, গত শুক্রবার নৌপথে সিয়ামসহ তার বন্ধুরা মিলে গাজীপুর পুবাইল এলাকায় পিকনিকে যায়। সেখানে তারা কিছু খেয়েছিল। আমার ছেলে সেখান থেকে ঘুরে এসে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়া এই ঘটনায় আরো অনেকেই চিকিৎসা নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ