• শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নদীর পাড়ে তামাক চাষ বন্ধে বিএটিবি’র কৃষক সমাবেশ আঞ্চলিক পরিষদ পুনর্গঠনের দাবিতে মানিকছড়িতে ইউপিডিএফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান চাঁদার টাকা না দিলে হামলা বেপরোয়া হয়ে উঠেছে -সন্ত্রাসী রকি গ্রুপ ১ যুগ পর মহালছড়ি গণতান্তিক উপায়ে বাজার ব্যবসায়ী কমিটি গঠন ওলামা বাজার মাদ্রাসার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে মাদ্রাসা কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতি ভোজ  পরিষদ ভবণ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানিকছড়িতে সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী  দক্ষতা উন্নয়নের উপর কর্মশালা শুরু রাঙ্গামাটিতে ঘুষ-তদবির ছাড়া মেধার ভিত্তিতে ১৭ জন পেলেন পুলিশের চাকরি দাগনভূঞা সরকারি হাসপাতালে আস্থা ফিরেছে রোগীদের – ক্রমান্বয়ে বাড়ছে রোগী, কনসালটেন্ট ও জনবল সংকটে চরমে

কাপ্তাইয়ে পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ / ৫৩০ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

সাংবাদিকরা সমাজের দর্পণ।।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডঃ হাছান মাহমুদ এমপি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরবেন। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিক ভাবে কাজ না করলে মানুষ ও গনতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরোও বলেন, মফশ্বলের দুই একজন সাংবাদিকের কারনে সাংবাদিকদের বদনাম হতে পারে না।

তিনি শুক্রবার( ২ এপ্রিল) বিকেল ২ টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবির) এর আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ এর সভাপতিত্বে বাসসের স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ শাহজাহান সিকদার, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

পরে প্রধান অতিথি বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
গত ৩১ মার্চ হতে শুরু হওয়া এই বুনিয়াদি প্রশিক্ষণে কাপ্তাই, রাঙ্গুনিয়া, রাজস্হলী, কাউখালী এবং রাউজান উপজেলার ৩৪ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ