মাসুদ রানা, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট পূর্ব নামাপাড়া এলাকায় এসি সার্ভিসিং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রাবণ(১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এই ঘটনায় মোঃ ফারুক (৩০) আরো এক যুবক আহত হয়েছে।পেশায় দুজনে এসি মিস্ত্রি।
শনিবার(১২ আগস্ট)বিকাল চারটার দিকে এই ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোয়াপাঁচটার দিকে শ্রাবণকে মৃত ঘোষণা করে ও ফারুক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মোঃ পলাশ জানান, ফতুল্লার পুর্ব নামাপাড়া শিবু মার্কেটে এসি সার্ভিসিং করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন অচেতন হয়ে পড়ে।পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক শ্রাবনকে মৃত ঘোষণা।
তিনি আরো জানান,শ্রাবণ মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বালিগাও গ্রামের দেলোয়ার হোসেনের সন্তান।আহত ফারুকে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শ্রাবণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ও আরেকজনকে ঢামেকের বার্ন ও ইউনিটে ভর্তি করা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/রনি