রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ফ্লাইওভারের রহস্যজনক সুড়ঙ্গ থেকে তিন নারী ও এক পুরুষকে আটক করেছে পুলিশ। এ সময় পালাতে গিয়ে আকবর(১৯) নামে এক যুবক আহত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগষ্ট )বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো আওলাদ হোসেন। তিনি বলেন, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুড়ঙ্গ তৈরি করে ছিনতাই করতো একটি চক্র। গতকাল রাতে এক নারীকে হাতেনাতে আটক করা হয়। এরপর আজ বিকাল তিনটার দিকে আবারো অভিযান পরিচালনা করলে সেখান থেকে দুই নারীকে আটক করা হয় এবং আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। আহত ওই যুবকের ঢাকা মেডিকেলে চিকিৎসা চলছে। তিনি আরও জানান, আমাদের অভিযান চলমান আছে আমরা যাচাই-বাছাই করে পরে বিস্তারিত আপনাদের জানাবো বলে জানান তিনি।
আহত যুবক আকবর বলেন, তারা ওই সুড়ঙ্গে মাদক সেবন , ছিনতাই ও নানা অসামাজিক কার্যকলাপ করে নিরাপদে লুকিয়ে থাকতো। আমরা ওই সুড়ঙ্গে চারজন ছিলাম। আমি লাফ দিয়ে পড়ে আহত হয়ে আমার সাথে আরও তিন নারী ছিল। তারা হলেন- নাসরিন, রানী ও শেফালী।
পুলিশের একটি সূত্রে জানা যায়, এই সুড়ঙ্গে বিশেষ কায়দায় মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে তারা নিরাপদে ওই সুরঙ্গ দিয়ে পালিয়ে যেত। গতকাল রাতেও একজনকে ছিনতাইকারী কুপিয়ে আহত করেছে। ফায়ার সার্ভিস এসে রাতে একজনকে উদ্ধার করে।হাতিরঝিল থানায় মিম,শেফালী ও আইরিনসহ বেশ কয়েকজন আটক আছে। এই চক্রটি এখানে মাদক ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করতো বলে জানায় পুলিশের এই সূত্র।