বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে সোমবার দিনভর এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে লেনদেন বন্ধ ছিল। সোমবার আন্তঃব্যাংক লেনদেনের সব আদেশ বাতিল করে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবারও দিনের প্রথমার্ধ পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে আন্তঃব্যাংক লেনদেন সম্পন্ন করারও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
দ্রুত টাকা স্থানান্তরে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সফটওয়্যার ব্যবহা্র করা হয়। এর মাধ্যমে সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে অর্থ লেনদেন ও আমদানি পণ্যর শুল্ক পরিশোধ করা যায়।
বাংলাদেশ ব্যাংকের এক মুখপাত্র জানান, আরটিজিএস সার্ভারে ত্রুটি দেখা দেয়ায় মেরামতের চেষ্টা চলছে। মঙ্গলবার নাগাদ ত্রুটি সারবে বলেও জানান তিনি।
সব শেষ গত এপ্রিলে কারিগরি ত্রুটির কারণে দিনের ৬ ঘণ্টা বন্ধ ছিল ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশের (এনপিএসবি) সার্ভার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, বাণিজ্যিক ব্যাংকগুলোর আট হাজার শাখা আরটিজিএসে যুক্ত।