ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বরগুনার মানবতাবিরোধী অপরাধ মামলায় কারাবন্দি মোঃ ফজলুল হক খানের (৭২) মৃত্যু হয়েছে। তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি অবস্থায় অসুস্থ হয়ে পড়েন।
কারা সূত্রে জানা যায়,অসুস্থ হওয়ার পর সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা সাত টার দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মোঃ সোহেল সহ কয়েকজন কারারক্ষী তাঁকে ঢামেকে নিয়ে আসেন। পরে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।ফজলুল হক খানের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামে। তার বাবার নাম মৃত নাদের আলী খান।তার হাজতী নং ২০৪৩১/২৩ .
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে হাজতী মোঃ ফজলুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন । তিনি জানান, কারাবন্দি যুদ্ধাপরাধী হাজতীর মরদেহটি জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।