রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বেড়িবাদ থেকে জহুরুল ইসলাম ওরফে কালা জহির নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৩ জুলাই) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জহুরুল ইসলাম ওরফে কালা জহির মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে আসছিল। ছিনতাইয়ের পাশাপাশি মাদকের কারবারেও জড়িত সে। বিভিন্ন এলাকায় চাঁদাবাজিও করত জহুরুল। শ্যামলীর ইডেন অটোস মোটরসাইকেল শোরুমে ডাকাতি ঘটনায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিল জহুরুল ইসলাম ওরফে কালা জহিরসহ দলের অন্যরা। দুদিন আগেও চন্দ্রিমা উদ্যানে ছিনতাইয়ের ঘটে। সেই ছিনতাইয়ের ঘটনা ঘটায় এই কালা জহির বাহিনী।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) তোফাজ্জল হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান বেড়িবাদ এলাকা থেকে জহুরুল ইসলাম ওরফে কালা জহিরকে গ্রেপ্তার করা হয়। তার নামে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ ২০-২৫টি মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্রাসী নবী গ্রুপের সদস্য। এ ঘটনায় তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস