নরসিংদীর পলাশে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় বিশ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময় পলাশ উপজেলার পারুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ অভিযোগ করেছেন পুকুরের মালিক কিরন আলী প্রধান।
ভুক্তভোগী কিরন ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান দীর্ঘদিন ধরে কয়েকটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার রাতেও পুকুরে মাছের খাবার দিয়ে রাতে বাড়ি চলে যান তিনি। শুক্রবার (১৪ জুন) সকালে পুকুরে এসে দেখেন, সব মাছ মরে পানিতে ভেসে ওঠেছে।
পুকুরের মালিক কিরন আলী প্রধান বলেন, ‘অন্যান্য পুকুরের মাছ ঠিকঠাক থাকলেও ৭০ শতাংশ কই মাছের পুকুরটিতে দুই লাখ কই মাছ মারা যায়। মাছগুলো ১৭০ টাকা কেজি ধরে বিক্রি করে দেওয়া হয়েছিল। আজ (শুক্রবার) ধরে নিয়ে যাওয়ার কথা ছিল। মেরে ফেলার কারণে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’
ঘটনার খবর পেয়ে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল আলম পুকুর পরিদর্শন করেন। তিনি জানান, পুকুরের পানি সংগ্রহ করা হয়েছে। ঢাকায় পাঠানোর পর পরীক্ষা শেষে বলা যাবে কি কারণে মাছ মারা গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পার্বত্যকন্ঠ নিউজ/এমএস