ঢাকা কেরানীগঞ্জের তালেপুর হাসপাতাল এলাকার একটি রাইস মিলে কাজ করার সময় দুর্ঘটনায় মোঃ ইয়াসিন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩জুলাই) দুপুর সাড়ে এগারো টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) আনা হলে দায়িত্বরত চিকিৎসক বেলা দুইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরের মা আরবিনা বেগম জানান, আমার স্বামী একজন রিকশাচালক । আমি কিছুটা লেখাপড়া করেছি তাই বাড়ি বাড়ি গিয়ে ছোট ছোট শিশুদের পড়াই। এই অভাবের বাজারে স্বামী সন্তান নিয়ে ঢাকায় থেকে দুবেলা দু মুঠো খেয়ে টিকে থাকা আমাদের জন্য খুবই কষ্টকর। সংসারে কিছুটা অভাব দূর হবে এই ভেবে আমার ১২ বছরের ছেলে ইয়াসিনকে তিন বছর আগে এই রাইস মিলে শ্রমিকের কাজে দিয়েছিলাম। এতদিন ভালই কাজ করতো সে।আজ বেলা সাড়ে এগারোটার সময় রাইস মিলে কাজ করার সময় অসাবধানতাবশত এক দুর্ঘটনায় একটি হাত কাটা পড়ে তার। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আগে যদি জানতাম আমার শিশুর এই অবস্থা হবে তাহলে আমি অভাবে সংসার চালাতাম কিন্তু তাকে কাজে পাঠাতাম না। এই বলে মা কান্না ভেঙে পড়ছিল বারবার। শিশুর বাবা সুরুজ মিয়ার একই অবস্থা। ছেলের কথা জিজ্ঞেস করতেই ফেল ফেল করে তাকিয়ে ছিল সে। যেন বুক ভেংগে যাচ্ছে তার কিন্তু মুখ দিয়ে কিছুই বেরচ্ছিল না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান নিহত কিশোরের মরদেহটি ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।তারা কেরানীগঞ্জের খারাকান্দি এলাকার নতুন চরে বসবাস করে।
পার্বত্যকনঠ নিউজ/এমএস